অজ্ঞান এর দার্শনিক অর্থ কী?
শৈব ত্রিকদর্শনে অজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে অজ্ঞানের অর্থ - জ্ঞানের পারমিত্য অর্থাৎ অপূর্ণ জ্ঞান।
শৈবাচার্য অভিনব গুপ্ত জী অজ্ঞানের অর্থ অপূর্ণ জ্ঞানই স্বীকার করেছেন নাকি জ্ঞানের অভাব —
"অজ্ঞানমিতি ন জ্ঞানাভাবশ্চাতিপ্রসঙ্গতঃ।
স হি লোষ্টাদিকেঽপ্যস্তি না চ তস্যাস্তি সংসৃতিঃ ॥"
অর্থ - যদি অজ্ঞানের অর্থ জ্ঞানের অভাব হয় তাহলে জ্ঞানাভাব তো পাথরের টুকড়োতেও রয়েছে, তাহলে তাকে জ্ঞানের অভাবের কারণে সংসারের চক্রে কেনো পড়তে হয় না ? জীবে দের তো জ্ঞানের অভাবের কারণেই সংসার- পাশে পরিবদ্ধ হতে হয়। অতএব অজ্ঞানের অর্থ জ্ঞানের অভাব নয় , প্রত্যুত জ্ঞানের পারমিত্য বা অপূর্ণ জ্ঞান।
অজ্ঞানের স্বরূপ - বস্তুত জ্ঞানের প্রক্রিয়ায় তিনটি তত্ত্ব রয়েছে -
১) জ্ঞাতা
২) জ্ঞান
৩) জ্ঞেয়
জ্ঞেয়- এর প্রকাশক হলো শিব।
এটি দু প্রকার -
১) পদার্থ, স্থান, দেশ, গুণ, নাম আদি দ্বৈতপ্রথার উপর আধারিত।
২) সর্বত্রানুস্যূত, স্বরূপ, সর্বস্থিত, সর্বাকার, চিদানন্দঘন, সর্বাত্মা পরমতত্ত্ব।
প্রথম দৃষ্টির প্রাধান্য দ্বারা প্রকটিত জ্ঞানই হলো অজ্ঞান।
দ্বিতীয় দৃষ্টির প্রাধান্য দ্বারা প্রকটিত জ্ঞান হলো জ্ঞান।
প্রথম দৃষ্টির দ্বারা প্রকটিত জ্ঞান, জ্ঞানের অভাব নয়, প্রত্যুত জ্ঞানের পারমিত্য অর্থাৎ অপূর্ণ জ্ঞান। অপূর্ণ জ্ঞান বন্ধনের কারণ। এটিই হলো 'সংসারাঙ্কুর কারণ মল' । এটি সংসারের কারণ । এটি শিবসূত্রের কথন।
" অতো জ্ঞেযস্য তত্ত্বস্য সামস্ত্যেনাপ্রথাত্মকম্।
জ্ঞানমেব তদজ্ঞানং শিবসূত্রেষু ভাষিতম্ ॥ "
[ তথ্যসূত্র - ডঃ শ্যামাকান্ত দ্বিবেদী 'আনন্দ' জীর শিবসূত্র সিদ্ধান্ত এবং সাধনা পুস্তক থেকে স্ংগৃহীত ]
শৈব সনাতন ধর্ম সদা বিজয়তে 🚩
হর হর মহাদেব 🚩
সংগ্ৰহে ও লেখনীতে - শ্রীমতি নমিতা রায় দেবীজী
🚩কপিরাইট ও প্রচারে - International Shiva Shakti Gyan Tirtha - ISSGT


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন